বরিশালে শিশু ধর্ষণ মামলায় বিএনপি নেতার যাবজ্জীবন


বরিশাল সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে রাসেল শরীফ (৩৫) নামে স্থানীয় যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রকিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। দণ্ডিত রাসেল শরীফ বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের বাসিন্দা এবং বিএনপির স্থানীয় ওয়ার্ড কমিটির সক্রিয় নেতা। তিনি আলী শরীফের ছেলে।
ঘটনাটি ঘটে ২০১৫ সালের ৭ নভেম্বর। সেদিন সকালে চন্দ্রমোহন ইউনিয়নের একটি গ্রামে ভুক্তভোগী ১৩ বছর বয়সী শিশুটি নিজের ঘরের পাশের খোলা জায়গায় রাসেল শরীফের দ্বারা ধর্ষণের শিকার হয়।
শিশুটি সাহস করে নিজেই বাদী হয়ে বরিশাল বন্দর থানায় মামলা দায়ের করে। তদন্তভার গ্রহণের পর থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর দীর্ঘ তদন্ত শেষে ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।
মামলার বিচারিক কার্যক্রমে আদালত ৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সব সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে বিচারক রকিবুল ইসলাম অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রাসেল শরীফকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার বিভাগের কঠোর অবস্থানেরই প্রতিফলন। সংশ্লিষ্টরা বলছেন, এটি সমাজে অপরাধ প্রতিরোধে একটি দৃষ্টান্তমূলক নজির হিসেবে কাজ করবে।
এইচকেআর
