ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Motobad news

উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মর*দেহ পরিবারের কাছে হস্তান্তর

উত্তরায় বিমান বিধ্বস্ত : ২২ জনের মর*দেহ পরিবারের কাছে হস্তান্তর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

রাজধানীর উত্তরায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে ২২ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। ইতোমধ্যে তাদের পরিবার ও আত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 


বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ৬ জনের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১ জনের মরদেহ লুবানা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারের মর্গে সংরক্ষিত আছে। এ মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ডিএনএ নমুনা পরীক্ষার কার্যক্রম চলমান আছে।


শিক্ষার্থী ও পাইলটসহ এ পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে আইএসপিআর জানিয়েছে, বিমান দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত হয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন