ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • আন্দোলনে যাচ্ছে লঞ্চ শ্রমিকরা

    আন্দোলনে যাচ্ছে লঞ্চ শ্রমিকরা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার কারণে লঞ্চ বন্ধ রাখায় এবার ঘাট ফাঁকা। শ্রমিকদের মাঝে নেই ঈদের আমেজ।‌ ‘ঈদের আগের দিন লঞ্চ চলাচলের অনুমতি মিলতে পারে’ শ্রমিকনেতাদের এমন আশ্বাস শুনে অপেক্ষায় থেকেছেন অনেকেই। কিন্তু ১২ মে রাতে শ্রমিকরা নিশ্চিত হলেন লঞ্চ চলবে না।

    তবে ঈদের পরদিন থেকে লঞ্চ চলাচলের অনুমতি না মিললে শ্রমিকরা কঠোর আন্দোলনের প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) দুপুরে নৌ-যান শ্রমিক ফেডারেশন, বরিশাল অঞ্চলের সভাপতি মাষ্টার আবুল হাশেম এ কথা জানিয়েছেন।

    তিনি বলেন, একে একে বাস, ফেরি সবই ছাড়া হলো। কিন্তু লকডাউন শুধুমাত্র লঞ্চে। তাই একমাত্র লঞ্চ বন্ধ রাখা হয়েছে। নদী পথের রাজা এখন ট্রলার-স্পিডবোট। অনেক লঞ্চশ্রমিকের ঘরে খাবার নেই। এক মাসেরও বেশি লঞ্চ চলাচল বন্ধ।

    কীভাবে দিন কাটাচ্ছি খোঁজ নেয় না কেউ। মালিকপক্ষ থেকে যা দেওয়া হচ্ছে তা অপ্রতুল। আমরা ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করব। লঞ্চ চলাচল শুরুর অনুমতি না পেলে পরদিন থেকে কঠোর আন্দোলনে নামব।

    খোঁজ নিয়ে জানা যায়, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ এপ্রিল থেকে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ না চললেও শ্রমিকদের রাতদিন দায়িত্ব পালন করতে হয়। যারা ছুটি নিয়েছেন তাদের বেতন দেননি লঞ্চমালিকরা; যারা ঈদে দায়িত্ব পালন করবেন তাদের অর্ধেক বেতন দিয়েছেন।

    সুরভী-৯ লঞ্চের মাস্টার শুক্কুর আলী বলেন, সব যানবাহনই চলছে। দূরপাল্লার বাসও চলে। মাইক্রোবাস, ট্রাক, মাহিন্দ্র ও সিএনজি চলছে। কম বেশি আয় হচ্ছে সবার। আমাদের বেলায় কেন এমন হলো? ঈদ মাটি হয়ে গেল। দ্রুত সময়ের মধ্যে লঞ্চ না ছাড়লে রাস্তায় নামব।

    ইলিশা-ঢাকা চলাচলকারী দোয়েল পাখি লঞ্চের মাস্টার হোসেন আলী বলেন, অনেক কষ্টে ঈদ কাটছে। পরিবারের সদস্যদের জন্য কিছুই কিনতে পারিনি। না পারছি কাজ করতে, না পাচ্ছি সহায়তা চাইতে। শুধু লঞ্চ বন্ধ রাখা হলো কেন বুঝতে পারলাম না। অমানবিক সিদ্ধান্ত।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু বলেন, করোনার প্রথম ধাক্কা সামলে উঠতে পারেননি লঞ্চমালিকরা। এখন দ্বিতীয় ঢেউ মোকাবিলায় লঞ্চ চলাচল বন্ধ। শ্রমিকদের বেতন এবং ব্যাংকের ঋণ পরিশোধে হিমশিম খাচ্ছেন মালিকরা।

    তিনি আরও বলেন, কিছু লঞ্চশ্রমিককে সীমিত আকারে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আমার জানা মতে অনেক লঞ্চমালিক অর্ধেক বেতন পরিশোধ করেছেন।

    বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম বলেন, শুধুমাত্র লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। মনে হয় শুধু লঞ্চেই করোনা থাকে, আর কোথাও নেই। লঞ্চ বন্ধ রাখায় ৫০ হাজারের বেশি শ্রমিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। লঞ্চ বন্ধ রাখার সিদ্ধান্ত অযৌক্তিক।

    তিনি বলেন, শ্রমিকদের প্রণোদনার জন্য সরকারের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের আশ্বস্ত করেছে; এখন অপেক্ষা করা ছাড়া কিছুই করার নেই।


    কে.আর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ