ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন ৩ যুবক

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন ৩ যুবক
পুলিশের হাতে আটক তিন যুবক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক হাসানুজ্জামান হাসানকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা খেলেন তিন যুবক।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ মাহফুজুর রহমান।

এর আগে মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আটকরা হলেন- মো. মাছুম গাজী (৩০), মো. আসাদুজ্জামান তুহিন (২৪) ও মো. মেহেদী হাসান শিবলী (২৮)।

মাছুম গাজী পটুয়াখালী পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের ইউসুফ গাজীর ছেলে, মো. আসাদুজ্জামান তুহিন পল্লী বিদ্যুৎ এলাকার মো. মোতাহার হোসেনের ছেলে, মো. মেহেদী হাসান শিবলী স্বাধীনতা সড়কের মো. জসিম উদ্দিনের ছেলে।

মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষকের কক্ষ থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে মাঠে নেমে মাছুম গাজী নামের এক ব্যক্তিকে আটক করে।

আটক মাছুম গাজী পটুয়াখালী হাসপাতালে আউট সোসিং এ নিয়োগপ্রাপ্ত কর্মচারি ছিলেন। পরে চাকরিচ্যুত হওয়ায় হাসপাতালের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাসানুজ্জামানের ওপর ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসানোর ষড়যন্ত্রে লিপ্ত হন। পরিকল্পনার অংশ হিসেবে ত্রিশ হাজার টাকায় ১১০ পিস ইয়াবা কিনে কৌশলে হাসানুজ্জামানের কক্ষে রেখে যান। পরে হাসান শিবলি ও মো. আসাদুজ্জামান পুলিশকে খবর দেন। এ ঘটনায় তাদের আটক করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন