উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান


ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।
সোমবার (২১ জুলাই) আইএসপিআর জানায়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।
আইএসপিআরের তথ্যমতে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১৬৪ জন। আহত ও নিহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ফায়ার সার্ভিস ১৯ জন নিহতের তথ্য জানিয়েছে। এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
এইচকেআর
