বরিশাল নগরীতে মুরগীর ঘর থেকে গাঁজা উদ্ধার, দম্পতি আটক


বরিশাল নগরীর ভাটার খাল এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েরন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে ভাটারখাল বস্তি থেকে তাদের আটক করা হয়। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল।
আটককৃতরা হল, নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঈদগাহ্ মাঠের পিছনে ভাটার খাল বস্তির বাসিন্দা মুন্না ফরাজী (২৬) ও তার স্ত্রী মোসা. জুথি আক্তার (২২)।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভাটার খাল বস্তিতে অভিযান চালান।
এসময় মুন্না ফরাজী ও তার স্ত্রী জুথি আক্তারকে আটক করা হয়। পরে তাদের বসত ঘরের সামনে থাকা নীল কালারের মুরগীর ঘরের ভিতর থেকে ২ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪ হাজার ১০০ টাকা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করেন তারা।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিবি।
এইচকেআর
