ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেল'র মুখোমুখি সংঘর্ষে নিহত ১

কলাপাড়ায় টমটম ও মোটরসাইকেল'র মুখোমুখি সংঘর্ষে নিহত ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় টমটম ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোবহান তালুকদার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শাকিল (৩০) ও ইমন হোসেন (২০) নামের দুই যুবক। বুধবার রাত নয়টায় বালিয়াতলী এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোবাহান লালুয়া ইউনিয়নের হাসনাপাড়া গ্রামের মৃত মোশারেফ তালুকদারের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বালিয়াতলী এলাকা থেকে আসা একটি মটোরসাইকেলের সঙ্গে একটি টমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টমটমটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা সোবহানের গায়ে পরে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোবাহানকে মৃত ঘোষনা করে। মটোরসাইকেলের ওই দুই আরোহীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরন করে।

কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, লাশ ময়না তদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে। টমটম ও মটোরসাইকেলটিকে জব্দ করা হয়েছ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন