সুগন্ধা নদীর ভাঙনের মুখে থাকা নলছিটি-বরিশাল সড়ক পরিদর্শন


সুগন্ধা নদীর ভাঙনে বিলিন হচ্ছে ঝালকাঠির নলছিটি পৌরসভার মল্লিকপুর এলাকা। ভাঙনের মুখে রয়েছে বরিশাল বিভাগীয় শহরে যাতায়াতের একমাত্র সড়কটি। ভাঙন রোধে কার্যক্রর ব্যবস্থা গ্রহণের দাবিতে ও গুরুত্বপূর্ণ সড়ক রক্ষায় নানা কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।
আজ বৃহস্পতিবার সকালে মল্লিকপুরের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন বরিশাল সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রকৌশলী আবু হেনা তারেক ইকবাল এবং ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।
পরিদর্শন শেষে তাঁরা জানান, জরুরী ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই এই এলাকার ভাঙন রোধে কাজ শুরু করবে পানি উন্নয়ন বোর্ড। পরবর্তীতে বড় ধরনের প্রকল্প করে স্থায়ীভাবে ভাঙন রোধে কাজ করা হবে বলেও জানান তাঁরা। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নলছিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাহফুজ খান।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর ভাঙনে নলছিটির মল্লিকপুর থেকে দপদপিয়া এলাকার বিভিন্ন স্থান বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে রয়েছে নলছিটি-বরিশাল সড়কসহ বসতঘর, ফসলি জমি, মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠান। এসব এলাকার ভাঙন রোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হচ্ছে প্রতিনিয়ত।
এমইউআর
