ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১

 ভ্রূণ হত্যার অভিযোগে গ্রেফতার ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর দশমিনায় মোসা. রুজিনা বেগম নামে এক গৃহবধূ ভ্রূণ হত্যার অভিযোগ এনে ৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সোমবার রাতে দায়েরকৃত মামলায় থানা পুলিশ মো. রবিউল শরীফকে (২২) গ্রেফতার করেছে। শুক্রবার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়নের চাঁদপুরা গ্রামে ওই মারধর ও ভ্রূণ নষ্টের ঘটনা ঘটে।

থানার মামলা ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, শুক্রবার পার্শ্ববর্তী বাড়ির রহমান শরীফ (৫০) তার স্ত্রী করুনা বেগম (৪৫) এবং তার ছেলে রবিউল শরীফ (২২) তুচ্ছ ঘটনায় বাকবিত-ার একপর্যায় স্থানীয় মনির হোসেনের স্ত্রী রুজিনা বেগমের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। মারধরের সময় গৃহবধূ রুজিনা বেগমের ডাকচিৎকারে স্থানীয় মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। শুক্রবার রাতে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় রুজিনা বেগমকে দশমিনা হাসপাতালে ভর্তি করা হলে আলট্রাসনোগ্রাম করে জানা যায় মারধরের আঘাতে তার পেটের ৩ মাসের ভ্রূণ নষ্ট হয়ে গেছে।

হাসপাতালের গাইনি বিভাগের সেবিকা মরিয়ম বেগম বলেন, গৃহবধূর পেটের ভ্রূণ নষ্ট হয়ে গেছে। রুজিনা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সোমবার সকালে পটুয়াখালী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রুজিনার ভাই হারুন হোসেন বলেন, অনবরত রক্তক্ষরণের কারণে রুজিনার পেটের ৩ মাসের ভ্রূণ গর্ভপাত করা হয়েছে। অভিযুক্ত রহমান শরীফের চাচাতো ভাই জাকির শরীফ বলেন, গৃহবধূকে মারপিটের ঘটনা শুনেছি তবে ভ্রূণ নষ্ট হয়েছে কিনা তার জানা নেই।

দশমিনা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ওই গৃহবধূর ভ্রূণ ভয়াবহ ঝুঁকিতে ছিল পরে এবোরশন করা হয়েছে কিনা তার জানা নেই। আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান সাগর বলেন, ঘটনাটি ভয়াবহ এবং দুঃখজনক। দশমিনা থানার এসআই জাকির বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রবিউল শরীফকে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত রহমান শরীফ পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন