ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলিফিশ

 কুয়াকাটা সৈকতে শত শত মৃত জেলিফিশ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বঙ্গোপসাগরের উপকূলে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের দক্ষিণে নতুন জেগে উঠা চর বিজয়ে ভেসে এসেছে শত শত আওরেলিয়া আওরেটা প্রজাতির মৃত জেলিফিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান ও লেম্বুর চরেও কিছু জেলিফিশ দেখতে পাওয়া যায়।


এছাড়াও গত সন্ধ্যায় বিজয় চরে এসব জেলিফিশ ভেসে আসতে দেখে স্থানীয় জেলেরা।

তবে ঠিক কি কারণে এসব জেলিফিশের মৃত্যু হচ্ছে তার সঠিক কারণ বলতে পারছে না কেউ। এর আগেও দফায় দফায় মৃত ডলফিন, ছোট তিমি ও হাঙ্গর ভেসে আসতে দেখা গেছে। এত জলজ প্রাণীর মৃত্যুতে মৎস্য বিভাগের কার্যকর কোনো উদ্যোগ না দেখতে পেয়ে ক্ষোভ জানিয়েছেন জীববৈচিত্র্য প্রেমীরা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মেরুদন্ডহীন এসব প্রাণী চাঁদের মতো দেখতে বলে এদেরকে মুন জেলিফিশও বলা হয়। এগুলো মূলত সাঁতারে তেমন পারদর্শী নয়। অনেক সময় খাদ্য অন্বেষণে কিংবা বাতাসের টানে উপরের দিকে চলে আসে জেলিফিশ। পরে বালুতে আটকা মারা যায়।  


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন