ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

৬০ লাখ টাকার জালে আগুন, ৮ মণ জাটকা গেলো এতিমখানায়

৬০ লাখ টাকার জালে আগুন, ৮ মণ জাটকা গেলো এতিমখানায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় তিন লাখ মিটার কারেন্ট জাল, আটটি বেহুন্দী জাল, ছোট ফাসের ৯টি চিংড়ি জাল ও ছয় মণ জাটকা ইলিশ জব্দ করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত রাবনাবাদ ও আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

 জব্দ হওয়া অবৈধ এ জালের বাজারমূল্য প্রায় ৬০ লাখ টকা। পরে রাত নয়টার দিকে জব্দকৃত জাল কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সামনে পুড়িয়ে ফেলা হয় এবং মাছ বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আখতার মোর্শেদ, উপজেলা মৎস্য  অফিসের সহকারী ক্ষেত্র মো. মহাসীন ও নৌ-পুলিশ ফাঁড়ির এ.এসআই কামরুল ইসলাম।

এদিকে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় অভিযান চালিয়ে একটি ইজিবাইক থেকে ১০০ কেজি জাটকা ও (২৫ সেন্টিমিটারের নিচে) ৪০ কেজি পাঙাসের পোনা জব্দ করে মৎস্য বিভাগ। পরে জাটকা পরিবহনের দায়ে অটো চালক আবদুল সত্তার মুন্সীকে (৪০) পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল্লাহ হক।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ওসি আকতার মোর্শেদ জানান, কিছু অসাধু জেলে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ শিকার করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নৌ-পুলিশের জাটকাবিরোধী অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি সবার প্রতি একটি ম্যাসেজ হলো সাগর এবং নদী সম্পূর্ণ অপরাধমুক্ত রাখার বিষয়ে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন