ঝালকাঠিতে ৮ মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান


ঝালকাঠিতে দুই বিরঙ্গনাসহ ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। তাদের একটি করে ক্রেস্ট, শাড়ি, শাল, ফুল ও মাস্ক উপহার দেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকার ওসমানী মিলনায়তন থেকে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসাক ইন্দিরা।
সম্মাননা প্রাপ্ত ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধারা হলেন কাঁঠালিয়ার পশুরিবুনিয়া গ্রামের শাহানা সিদ্দিকা, সদর উপজেলার কীর্ত্তিপাশার ডুমরিয়ার সেফালি রানী রায়, নথুল্লাবাদ বীরকাঠি গ্রামের মোসা আলেয়া বেগম (বীরঙ্গনা), ঝালকাঠি শহরের পশ্চিম চাদঁকাঠির রামা রানী দাস, পোনাবালিয়ার দিয়াকুল গ্রামের মোসাম্মৎ সেলিনা রহমান, কীর্ত্তিপাশার রুন্সি গ্রামের অঞ্জলী রায়, নথুল্লাহবাদ গ্রামের সীমা বেগম (বীরঙ্গনা) ও চাচৈর গ্রামের খন্দকার মুন্নুজান। এর মধ্যে তিন জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা ও উপহার পেয়ে খুশি মহিলা মুক্তিযোদ্ধারা। সম্মাননা পেয়ে তাঁরা প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার ও বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এমইউআর
