ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে ১৫ মণ জাটকা উদ্ধার

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস থেকে ১৫ মণ জাটকা উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরে ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ১৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদাল দুই বাসের চালকসহ ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।

সোমবার রাতে উপজেলার বাইপাস এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন জানান, পাথরঘাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম ও রাজীব পরিবহন নামের দুটি বাসে ১৫ মণ জাটকা নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে জাটকা জব্দ করে উপজলোর বিভিন্ন এতিমখানা বিতরণ করা হয়। জাটকা বহনের দায়ে বাসের ৬ স্টাফকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন