ঝালকাঠিতে ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে বৃদ্ধ পিতার অভিযোগ, গ্রামবাসির গণস্বাক্ষর


ঝালকাঠির কাঠালিয়া ছেলে ও তার স্ত্রীর হাত থেকে জীবন বাচাতে রোববার ঝালকাঠির সহকারি পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) বরাবর লিখিত অভিযোগ করেন তোকাব মোল্লা (৮০) নামক এক প্রতিবন্ধী বৃদ্ধ। অসহায় বৃদ্ধ কাঠায়ালিয়া উপজেলার আমরীবুনিয়া গ্রামের বাসিন্দা।
লিখিত অভিযোগে তিনি বলেন, তার ছেলে আওলাদ মোল্লা বহু বছর যাবত চুরি, মাদক বিক্রর সাথে জরিত। ছেলের স্ত্রী লাইজু বেগম অসামাজিক কাজে লিপ্ত হয়ে বতস ঘরে বসে খারাপ কাজ করে। প্রতিবাদ করায় বৃদ্ধ তোকাব মোল্লাকে ঘরে বসে প্রতিদিন মরধর করতো ছেলে ও তার স্ত্রী। পরে এই বিষয় নিয়ে স্থানীয় গন্যমান্যসহ চেয়ারম্যান ও থানায় অভিযোগ করেন বৃদ্ধ তোকাব মোল্লা। এই কারনে তাকে ঘর থেকে বেড় করে দেন তার ছেলে। তার সকল সম্পতি জোর করে দখল করে নিয়ে যায় ছেলে ও তার স্ত্রী। পরে অসহায় তোকাব মোল্লা পাশের বাড়ি আশ্রয় নিলে তাদের বিভিন্ন সময় অশ্রয় দেয়ার কারনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এই কারনে অভিযোগের সাথে গ্রামবাসি এদের নির্যাতনের হাত থেকে বাচার জন্য গণস্বাক্ষর দিয়ে অভিযোগ করেন।
এই বিষয় অভিযুক্ত আওলাদ ও তার স্ত্রী বলেন, আমরা আমার বাবাকে মারিনা বরং তিনি আমাদের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ করে হয়রানি করেন।
কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার বলেন, এই পরিবারের একাদিক অভিযোগ পেয়েছি।
এমইউআর
