ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

এক কিমি. দৌড়ে ছাত্রলীগ সভাপতির বাড়িতে গিয়ে রক্ষা পেলেন রুবেল

এক কিমি. দৌড়ে ছাত্রলীগ সভাপতির বাড়িতে গিয়ে রক্ষা পেলেন রুবেল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোটে জিতেই পরাজিত মেম্বার প্রার্থীর এক সমর্থক রুবেল মুন্সির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় রুবেল মুন্সি ১ কিলোমিটার দৌড়ে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির বাড়িতে আশ্রয় নিয়ে রক্ষা পান।

মঙ্গলবার ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাজিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার নির্বাচিত হন আনছার উদ্দিন। মঙ্গলবার ভোরে আনছার উদ্দিনের ভাই নেছার উদ্দিন ও জসীম উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন কর্মী-সমর্থক অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী কুদ্দুসুর রহমান মুন্সির সমর্থক রুবেল মুন্সির ওপর চড়াও হন। লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রুবেলকে বাড়ি থেকে তুলে আনার জন্য হানা দেয়।

টের পেয়ে প্রাণভয়ে রুবেল বাড়ি থেকে বের হয়ে ১ কিলোমিটার দৌড়ে গিয়ে ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ি গিয়ে অস্ত্রধারীরা দরজা, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে।

রুবেলের বাবা পারুল মুন্সি বলেন, আমার ছেলেকে তারা প্রাণে মারতে চায়। বিজয়ী প্রার্থী ও তার সমর্থকদের ভয়ে আমার ছেলে এখন আত্মগোপন করে আছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচিত প্রার্থী আনছার উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন