রাজাপুরে বিভাগীয় কমিশনারের কম্বল বিতরণ


ঝালকাঠির রাজাপুরে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত উপকারভোগীদের মাঝে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান (অতিরিক্ত সচিব) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকায় আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দুঃস্থ ৬৫ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
বিতরন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী।
এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ নাজমুল আলম, সহকারি কমিশনার (ভুমি) আনুজা মন্ডল, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন তালুকদার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেআর
