আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষতি

ঝালকাঠির কাঠালিয়ায় আমুয়া বাজারে ২৮ জানুয়ারি রাত ১২ টার দিকে দোকানে আগুন লাগে। এতে ৭ টা দোকান পুড়ে ছাই। স্থানীয়রা ধারনা করেন কোটি টাকার ক্ষতি হয়। কাঠালিয়া ও বামনা ফায়ারসার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে। সাথে সাথে ঘটনাস্থল পরির্শন করেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানা অফিসার ইনর্চাজ মো: মুরাদ আলী।
বাজারের ব্যবসায়ী সঞ্জায় রায় বলেন, রাত ১২ টার দিকে আগুন আগুন শব্দ পেয়ে আমরা বাজারে প্রতিটি মসজিদের মাইকে সবাইকে সতর্ক করে দিয়ে ফায়ার সার্ভিসকে ফোন করি। আগুনে মাসুদ এর জুতা, পলাশ কম্পিউটার, সুমন বইঘর, জাকির গোলদারের ওষুধ, বাবুল ফুকা জুতা, গার্মেন্টস মুদি, নেছার আলী মিষ্টি ও হোটেল, বাবুর গার্মেন্টস দোকান পুড়ে যায়। স্থানীয়রা দাবি করেন নেছারের মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এমবি
