ঝালকাঠিতে আশা’র অর্ধবার্ষিক বিএমএ সমন্বয় সভা


দেশের অন্যতম বৃহৎ বেসরকারী উন্নয়ন সংস্থা আশা’র শাখা ব্যবস্থাপকদের অর্ধ-বার্ষিক বিএমএ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভার আয়োজন করে আশা ঝালকাঠি জেলা ইউনিট।
সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশা’র পিরোজপুর ডিভিশনাল ম্যানেজার মো. সিহানুক মোস্তফা ও সিনিয়ন এডিশনাল ম্যানেজার মো. আমিরুল আসলাম। এতে সভাপতিত্ব করেন আশার ঝালকাঠি জেলা ইউনিটের ডিএম মো. ওলিয়ার রহমান।
সভায় বিগত ছয় মাসের লক্ষমাত্রর বিপরীতে অর্জন নিয়ে পর্যালোচনা এবং আগামী ছয় মাসের লক্ষমাত্রা নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়। অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় জেলার ২১জন ম্যানেজার, অডিটর, আরএম ও এসই অংশগ্রহণ করেন।
এইচকেআর
