ঝালকাঠিতে ছাত্রদলের প্রতিকী অনশন


শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ন্যায় বিচার, ভিসির অপসারণ, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ, হল গুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশনের দাবিতে প্রতিকী অনশন পালন করেছে ঝালকাঠির জেলা ছাত্রদল।
মঙ্গলবার সকাল ৯টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করে তাঁরা।
এতে জেলা ছাত্রদলের সহসভাপতি কেশব সুমন সরকার, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য সচিব হাদিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান, মো. আতিকসহ আরো অনেকে।
এইচকেআর
