ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ

কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিকদার মোহাম্মদ ফারুক যুব ও ক্রিড়া সংঘের উদ্দ্যোগে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত মানুষের মাঝে করোনা সুরক্ষায় মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার এ কর্মসূচির উদ্ধোধন করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিকদার মোহাম্মদ ফারুক যুব ও ক্রিড়া সংঘের পৃষ্ঠপোষক ও জেলা পরিষদ সদস্য সাখয়াত হোসেন অপু, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম লিটন সিকদার, উপজেলা প্রোগ্রামার অতনু কিশোর দাশ, প্রেসক্লাব সভাপতি সিকদার মোহাম্মদ কাজল, অধ্যাপক আব্দুল হালিম ও সংগঠনের সাধারণ সম্পাদক অলিউল ইসলাম লিটন সিকদার।

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন