কাঁঠালিয়ায় উপজেলা পরিষদ মাঠের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ


কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিকদার মোহাম্মদ ফারুক যুব ও ক্রিড়া সংঘের উদ্দ্যোগে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি উপস্থিত মানুষের মাঝে করোনা সুরক্ষায় মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার এ কর্মসূচির উদ্ধোধন করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ সেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিকদার মোহাম্মদ ফারুক যুব ও ক্রিড়া সংঘের পৃষ্ঠপোষক ও জেলা পরিষদ সদস্য সাখয়াত হোসেন অপু, জেলা পরিষদ সদস্য আমিরুল ইসলাম লিটন সিকদার, উপজেলা প্রোগ্রামার অতনু কিশোর দাশ, প্রেসক্লাব সভাপতি সিকদার মোহাম্মদ কাজল, অধ্যাপক আব্দুল হালিম ও সংগঠনের সাধারণ সম্পাদক অলিউল ইসলাম লিটন সিকদার।
এইচকেআর
