ঝালকাঠিতে জিয়াউর রহমানের ৮৬তম জন্মদিন পালন


ঝালকাঠিতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৬ তম জন্মদিন পালন করা হয়েছে। বুধবার আছরবাদ কোর্ট মসজিদে জেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, যুবদল আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব অ্যাড. আনিচুর রহমান, বিএনপি নেতা অ্যাড. নাসিমুল হাসান, মিজানুর রহমান মুবিন প্রমুখসহ জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও মুসুল্লীরা।
দোয়া মিলাদে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
এইচকেআর
