ঢাকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

Motobad news

সরকারি নির্দেশ অমান্য, কাঠালিয়ায় ৩ জনকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য, কাঠালিয়ায় ৩ জনকে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির কাঠালিয়ায় সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে তিন জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে এক ওষুধ ব্যবসায়ী ও দুই পথচারীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

 অভিযানে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় তামিম মেডিকেল হল নামের এক ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দোকানের মালিক মো. জলফুকে ১ হাজার টাকা ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুই পথচারীকে মাস্ক না পরার দায়ে দুইশত টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিেেস্ট্রট সুফল চন্দ্র গোলদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন