কাঁঠালিয়ায় অটিস্টিক বিদ্যালয়ে শীতবস্ত্র-হুইলচেয়ার বিতরণ

ঝালকাঠির কাঠালিয়ায় পশ্চিম শৌলজালিয়া স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে
১৫ জানুয়ারি সকাল ১০ টায় সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয়ের নিবন্ধন প্রাপ্ত স্বাধীন বাংলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পরিচালিত, স্বাধীন বাংলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালযয়ের ১৮০ জন প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীর মাঝে ঝালকাঠি জেলা প্রশাসন, কাঁঠালিয়া উপজেলা প্রশাসন এ্যাড: মো: জাহাঙ্গীর শামীম এর সভাপতিত্বে শীতবস্ত্র কম্বল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিনামূল্যে বই ও জেলা ক্রীড়া অধিদপ্তর ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি ছিলেন, কাঠালিয়া উপজেলার চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির। বিশেষ ছিলেন কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসা :ফাতেমা খানম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো: মুরাদ আলি, ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাহিদ সিকদার, ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহম্মুদ হোসেন রিপন। বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক কর্মচারীবৃন্দ, অভিভাবক বৃন্দ।
এমবি
