কাঁঠালিয়ায় মাহিন্দ্রা উল্টে খালে


ঝালকাঠির কাঁঠালিয়ায় মঙ্গলবার দুপুরে থানার সামনে মাহিন্দ্রা উল্টে খালে পরে চালক আহত হয়। আহত চালক সাইফুল ইসলাম তুষার খান (২৩) রাজাপুর উপজেলার আলগি গ্রামের মৃত্যু বেলায়েত খানের ছেলে।
প্রত্যক্ষদশিরা জানান, রাজাপুর থেকে যাত্রী নিয়ে কাঠালিয়া আসে মাহেন্দা। যাত্রী নামিয়ে পার্শ্ববর্তী ব্রিজের ঢালে গাড়িটি রেখে চা খাওয়ার উদ্দেশ্যে দোকানে যায় চালক। গাড়ি ঢালে রাখার কারনে গাড়িটি সামনের দিকে দৌড় দেয়। চালক এ দেখে মাহিন্দ্রা টি রক্ষা করতে এগিয়ে এসে হ্যান্ডেল ধরে গাড়িটি খালে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। চালক গাড়ি নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্বার করে চালককে স্থানিয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা করায়।
এইচকেআর
