ঝালকাঠিতে নবনির্বাচিত চেম্বার সভাপতিকে সংবর্ধনা


ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ মু. মনিরুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা দিয়েছে পৌরসভার কর্মকর্তা কর্মচারী পরিষদ।
সোমবার সকাল সাড়ে ১১টায় পৌরসভার মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আলহাজ¦ মো. লিয়াকত আলী তালুকদার প্রধান অতিথি ছিলেন। পৌরসভার সচিব শাহিন সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন প্যানেল মেয়র তরুণ কর্মকার, বিদায়ী নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, প্রকৌশলী কাজী মহসীন ও মো. মুহিত। কর্মকর্তা কর্মচারিদের পক্ষ থেকে আলহাজ¦ মু. মনিরুল ইসলাম তালুকদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পৌরসভা ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক সঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন নবনির্বাচিত সভাপতি। অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী আবু হানিফ অবসরে যাওয়ায়, তাকেও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
এসএম
