ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news

হেফাজতের নতুন কমিটি: থাকতে পারেন যারা

হেফাজতের নতুন কমিটি: থাকতে পারেন যারা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। কারা আসবে নতুন কমিটিতে, কারা বাদ পড়বে তা নিয়ে চলছে গুঞ্জন। শুনা যাচ্ছে, বিতর্কিত নেতাদের বাদ দিয়েই কমিটি গঠন করা হবে। এমনকি সরাসরি রাজনৈতিক দলের পদে রয়েছে এমন কাউকেই রাখা হয়নি খসড়া কমিটিতে।

সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হবে।

জানা গেছে, ৩৮ সদস্যবিশিষ্ট যে খসড়া কমিটি করা হয়েছে তাতে জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব হিসেবে রাখা হয়েছে। কমিটিতে প্রয়াত আমির আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফকেও রাখা হচ্ছে। 

এ ছাড়া কমিটিতে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান, মাওলানা মুহিব্বুল হক (সিলেট) ও মাওলানা উবায়দুর রহমান মাহবুবসহ (বরিশাল) কয়েকজনকে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে। 

যুগ্ম মহাসচিব হিসেবে নাম রয়েছে- মাওলানা সাজিদুর রহমান (বি-বাড়িয়া), মাওলানা আবদুল আউয়াল (নারায়নগঞ্জ) ও মাওলানা আরশাদ রহমানী (বসুন্ধরা)। 

আর নতুন কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন- সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, নাছির উদ্দিন মুনির, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা জাকারিয়া নোমান ফয়জী, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, হাসান জামিল, মুফতি হারুন ইজহারসহ নানা ইস্যুতে বিতর্কে জড়িয়ে পড়া হেফাজতের নেতারা।

উল্লেখ্য, গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংস ঘটনা ঘটে এবং এ সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়। এসব নাশকতার পেছনে জড়িত থাকার অভিযোগে অন্তত এক ডজন হেফাজত নেতা গ্রেপ্তার রয়েছেন।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন