ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত  

    ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত  
    জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান নেই বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয়।

    শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের ‘জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি’র গুরুত্বপূর্ণ বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।


    সভায় আসন্ন নির্বাচনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে একাধিক সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টদের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব বণ্টন করার পাশাপাশি কমিটির সক্ষমতা বাড়াতে আরও কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকটি পরিচালনা করেন কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম। 

    বৈঠকে দেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, “দেশবাসী এখনও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই, বরং একের পর এক হত্যার ঘটনা ঘটছে। অথচ মাঠ পর্যায়ে অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর উল্লেখযোগ্য কোনো সাফল্য দেখা যাচ্ছে না।” 

    বৈঠকে অভিযোগ করা হয় যে, সাম্প্রতিক কিছু ঘটনা থেকে প্রতীয়মান হচ্ছে প্রশাসন বিশেষ কোনও দিকে ঝুঁকে পড়ছে, যা একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য বড় অন্তরায়। জামায়াত নেতারা দাবি করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

    উক্ত বৈঠকে কমিটির সদস্য মাওলানা আফম আবদুস সাত্তারসহ কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ