বাউফলে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ৪


পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের দ্বিপাশা গ্রামে দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ৪জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মদনপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার লিয়াকত (৩৪), জাহিদুল (৩২) ও জহিরুলকে (৩৪) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাম্মি আখতার সাংবাদিকদের বলেন, আহত ৩ জনের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এইচকেআর
