ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

স্বামী হত্যার অভিযোগে নববধূ গ্রেফতার

স্বামী হত্যার অভিযোগে নববধূ গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর গলাচিপায় স্বামীকে হত্যার অভিযোগ উঠেছে নববধূ মিম আক্তারের (২০) বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামে। 

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অভিযুক্ত নববধূ মিমকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে গলাচিপা থানায় হত্যা মামলা করেছেন। এর পর মিমকে গ্রেফতার করেছে পুলিশ। 

নিহত ফারুক মোল্লা (২৮) ওই গ্রামের রহিম মোল্লার ছেলে। 

পুলিশসূত্রে জানা গেছে, গত চার মাস আগে ফারুকের সঙ্গে বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি ইউনিয়নের মহেশপুর গ্রামের মিম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। ফারুক ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত ২০ মে ফারুক তার শ্বশুরবাড়ি মহেশপুর এলাকায় বেড়াতে যান। 

সেখান থেকে স্ত্রী মিমকে নিয়ে নিজ বাড়ি গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের বাড়ি আসেন। বাড়িতে ফারুক-মিম অধিকাংশ সময়ই দরজা বন্ধ করে ঘরের মধ্যে থাকতেন বলে জানান তার পরিবারের সদস্যরা। 

কিন্তু সোমবার দুপুরে মিম তার বড় বোন একই গ্রামের রিয়া বেগমকে মোবাইল করে জানান, ফারুক অসুস্থ হয়ে পড়েছেন। এ খবর পেয়ে বোন রিয়া এসে ফারুকের নিথর দেহ দেখে প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয় পল্লী চিকিৎসক এসে ফারুককে মৃত ঘোষণা করেন। 

এতে মিম অসুস্থ হয়ে পড়লে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং মিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। এতে মিম কখনও বলে ফারুক এক পাতা জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়েছে আবার কখনও বলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার বিভ্রান্তিকর এমন তথ্যে মিমের ওপর পুলিশের সন্দেহ হয়। 

পরে এ ঘটনায় ফারুকের বাবা মো. রহিম মোল্লা বাদী হয়ে নববধূ মিমকে প্রধান আসামি করে মিমের বড় বোন ও ভগ্নিপতিসহ তিনজনের বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেন। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, হত্যা মামলার প্রধান আসামি নববধূ মিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন