গরুর পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা


কলাপাড়ায় গরুর পচা মাংস বিক্রি করার দায়ে মো. সবুজ (২৬) নামে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন মাছবাজার এলাকায় পচা মাংস বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ওই ব্যবসায়ীকে।
এছাড়া কয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর ওপর যাত্রীবাহী বাস এবং অটোরিকশা পার্কিং করে যাত্রী ওঠানামা করার দায়ে আটজন চালককে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
এএজে
