নলছিটিতে দুইদিন ব্যাপী শিশু মেলার উদ্ধোধন


শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৪ মে) সকাল এগারো টায় মেলার শুভ উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো: জোহর আলী।
এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী পৌর মিলনায়তনের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে এসে শেষ হয়।
এরপর পৌর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: জোহর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুুমি) মাছুমা আক্তার, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মু: আতাউর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য অফিসার মো. আহসান কবির। মেলায় পৌর এলাকার প্রাথমিক বিদ্যালয় গুলোর শতাধিক ছাত্রছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।
এমইউআর
