রাজাপুরে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন


ঝালকাঠি জেলার রাজাপুর উপেজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে তার রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের প্রতিবাদে সংবাদ সম্মলন করেছে উপজেলা আওয়ামী লীগ।
সোমবার (২৩ মে) উপেজলা মুক্তিযোদ্ধা মিলনকেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বক্তাব্য উপস্থাপন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন।
সংবাদ সম্মেলনে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জীবনদাসকাঠী এন.এ.এস দাখিল মাদ্রাসার সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাদ্রাসা সংক্রান্ত কার্যক্রম নিয়ে অব্যাহত ভাবে নানা ষড়যন্ত্র ও মিথ্যা তথ্যের ভিত্তিতে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদের আনুষ্ঠানিক ভাবে এর প্রতিবাদ ও নিন্দা জানান। এ সময়ে রাজাপুর উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসএমএইচ
