কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা


কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতনের ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার এ মামলা দায়ের করেন পিতা হাজী আঃ মালেক মুন্সী। বিচারক মামলাটি আমলে নিয়ে গ্রেফতারী পরোয়ারার আদেশ প্রদান করেছেন।
মামলা সুত্রে জানা গেছে, উপজেলার গোলবুনিয়া গ্রামে মো.আবুল মুন্সি পিতা হাজী আঃ মালেক মুন্সীর নিকট ৬০ কড়া জমি তার নামে সাব কবলা দলিল লিখিয়ে দেয়ার জন্য চাপ সৃষ্টি করে। জমি রেজিস্টার দলিল দিতে না রাজি হলে ২১ মে সকালে তাকে মারধর করে। ঘর থেকে পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
এসময় মা রানী বেগম স্বামীকে রক্ষা করতে আগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এসময় তাদের আত্মাচিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।
এ ঘটনায় ২২ মে আদালতে ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন হাজী আঃ মালেক মুন্সী। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামি আবুল মুন্সির বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারীর আদেশ প্রদান করেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. আবুল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এইচকেআর
