সৈকতে ভেসে এলো জীবিত মা ডলফিন


পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে আট ফুট দৈর্ঘ্যের একটি জীবিত ইরাবতি মা ডলফিন।
রোববার সকালে সৈকতের তিন নদীর মোহনায় ডলফিনটি দেখতে পান স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেওয়া হয়।
ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, ডলফিনটির শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন আছে। এটি জালে পেঁচানো ছিল। এটি জীবিত অবস্থায় ভেসে আসে। ঘণ্টাখানেক পর এটি মারা যায়। ডলফিনটির পেটে বাচ্চা রয়েছে।
ওয়ার্ল্ডফিশের জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, প্রথমবারের মতো সৈকতে জীবিত ইরাবতি প্রজাতির মা ডলফিন ভেসে এলো। ডলফিনটি ভেসে আসার কারণ অনুসন্ধানে গবেষণা চলছে।
এইচকেআর
