কলাপাড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু


কলাপাড়ায় গাছ থেকে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা নয়টার দিকে ধুলাসার ইউনিয়ন এর বেতকাটা গ্রামের বৃদ্ধ মো. নুর গাজী নিজ বাড়ী তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করতে গিয়ে অসাবধানতার জন্য ডাল ভেঙ্গে নীচে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই পথে তিনি মারা যান।
মৃতর ছেলে মো. ছবির হোসেন জানান, আমার পিতা বৃহস্পতিবার সকালে নিজ বাড়ীতে তুলা গাছ থেকে তুলা সংগ্রহ করতে গিয়ে ডাল ভেঙ্গে প্রায় ২০/২২ ফুট নিচে পড়ে মাথায় প্রচন্ড আঘাত হয়। এতে বাবা মারা যান।
কলাপাড়া উপজেলার মহিপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আবুল খায়ের এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নুর গাজীর মৃত্যু ব্যপারে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এইচকেআর
