জাল নয়, মোটা দড়ি নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন রাসেল


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বন থেকে রাসেল ফরাজী (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের বেল্লাল ফরাজীর ছেলে। নদ-নদীতে গিয়ে ট্রলার নিয়ে মাছ ক্রয় করার শ্রমিক হিসেবে কাজ করা ছিল তার পেশা।
জানা যায়, দুই মাস আগে রাসেল বিয়ে করে। কিছুদিন ধরে কাজে যেতে তার অনীহা শুরু হয়। এ নিয়ে রাসেলকে পরিবারের পক্ষ থেকে কাজে যেতে চাপ দেওয়া হচ্ছিল। শনিবার রাতে ঝগড়াঝাটিও হয়।
স্থানীয়রা জানায়, পরিবারের কথামতো নিজেদের খাওয়ার জন্য রবিবার সকাল ১০টায় মাছ ধরার কথা বলে ঘর থেকে বের হয় রাসেল। কিন্তু সে জাল নেয়নি, শুধু রশি নিয়ে মাছ ধরতে যাওয়ায় পরিবারের সন্দেহ হয়। একপর্যায় রাসেলকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে দুপুরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরের খালসংলগ্ন একটি বনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরিবার বলছে, রাসেলের ভূত-প্রেতের আসর ছিল। মাঝেমধ্যে উল্টাপাল্টা কথা বলত। নিজের হাত নিজেই ব্লেড দিয়ে কাটত।
রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মোহম্মাদ মিজান বলেন, 'ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে যতটুকু জেনেছি, অনেকদিন ধরে মাথায় একটু সমস্যা ছিল। ধারণা করছি, সে নেশা করত। '
এইচকেআর
