বাউফলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল মজুত: তিন ব্যবসায়ীকে জরিমানা
_14-5-22.jpg)

পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজার সড়ক এলাকায় সয়াবিন তেল মজুত, মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার দায়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানের ৬১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
এর মধ্যে লোকনাথ ভান্ডারের ৩২ ব্যারেলে ৬ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল একটি পরিত্যক্ত জায়গায় মজুত রাখার দায়ে ৫০ হাজার টাকা ও গৌতাম সাহার দোকানে মূল্য তালিকা না টাঙানো ও লাইসেন্স না থাকার দায়ে ৫ হাজার টাকা ও একই কারণে মা কালী ভান্ডারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমিন আজ শনিবার দুপুর ১২ টার দিকে ওই অভিযান করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান উপস্থিত ছিলেন।
ইউএনও আল-আমিন বলেন,‘২০০৯ সালের ভোক্তাধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় এই জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে খাদ্য সামগ্রী মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করা ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এইচকেআর
