তিন ব্যবসায়ীর গুদামে ৩ হাজার লিটার সয়াবিন তেল!


পটুয়াখালীর দুমকিতে তিন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে খোলাবাজারে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হোসনেয়ারার নেতৃত্বে মুরাদিয়ার বোর্ড অফিস বাজারে এ অভিযান চালানো হয়। সয়াবিন তেল মজুদ রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) হোসনেয়ারা জানান, উপজেলার মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকায় অভিযান চালিয়ে ফিরোজ স্টোর্সের গোডাউন থেকে ২ হাজার ৫৯০ লিটার, শহিদ স্টোরের গোডাউন থেকে ৪৬০ লিটার ও রুহুল আমীন স্টোর্সের গোডাউন থেকে ৫৬ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ১০০ লিটার সয়াবিন তেল বোতলজাত এবং বাকিগুলো খোলা ব্যারেলে পাওয়া গেছে।
তাৎক্ষণিক উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ১০০ লিটার বোতলজাত সয়াবিন তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়েছে এবং বাকি তেল সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সিকদারের জিম্মায় রাখা হয়। খোলাবাজারে সয়াবিনের সংকট সৃষ্টির দায়ে তেল মজুদ রাখার অপরাধে ফিরোজ স্টোর্সের স্বত্বাধিকারী মো. ফিরোজ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এইচকেআর
