কলাপাড়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, মামলা দায়ের


কলাপাড়ায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ৬ মে ঐ কিশোরীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় ইমরান হোসেন নামে এক যুবককে আসামী করে এ মামলা দায়ের করেন। আসামী ইমরান উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের মো. জালালের ছেলে ।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের দিনমজুর মো. ইউনুস প্যাদার মেয়ের সাথে দুই বছর পূর্বে পাশ্ববর্তী বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের আলাউদ্দিনের পুত্র মো. মনির হোসের সঙ্গে বিবাহ হয়।
বিবাহের এক বছর পর তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ নিয়ে ইউনুস প্যাদার মেয়েকে মনির হোসেন বাপের বাড়িতে পাঠিয়ে দেয় । দীর্ঘ এক বছর জাহেদা বাবার বাড়ী খেয়ে না জীবন যাপন করে। এ অসহায়ের সুযোগ নিয়ে ঐ কিশোরীকে একই গ্রামের ইমরান হোসেন বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার ধর্ষণ করে। এতে কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে যায়।
পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে স্হানীয় পর্যায় শালিসব্যবস্হার চেষ্টা করে ব্যর্থ হয়ে কিশোরীর মা ৬ মে ইমরান হোসেনকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, সরেজমিন পরিদর্শন করছি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
এইচকেআর
