ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Motobad news

পায়রা সেতুতে টোল নিয়ে মারামারি: আহত ৫ 

পায়রা সেতুতে টোল নিয়ে মারামারি: আহত ৫ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পায়রা সেতুর টোল প্লাজায় সাংসদের স্বজনদের সঙ্গে আদায়কারীদের মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় টোল প্লাজার পাঁচ কর্মচারী আহত হয়েছে। এরা হলেন নিরাপত্তা সুপারভাইজার রাসেল, কর্মচারী বাবুল, সুবজ ও মাহবুব।

বৃহস্পতিবার রাত সাড়ে  ৭ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পায়রা সেতুর টোল আদায়কারী প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে সাংসদ কাজী কানিজ সুলতানার বড় ছেলে মাহিন হোসেন তালুকদারের বিয়ের পর নববধূ, বরযাত্রীসহ স্বজনেরা বরিশাল থেকে পটুয়াখালী ফিরছিলেন। এসময় টোল আদায়ে দায়িত্বরত ব্যক্তিরা টোল চাইলে সাংসদের পরিবারের সদস্য পরিচয় দেওয়া হয়। এ নিয়ে টোল আদায়কারিদের সাথে বাগবিতন্ডার জেরে মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে গাড়ি থেকে নেমে কয়েক যুবক টোল আদায়কারীদের মারধর শুরু করেন। টোল প্লাজার সিসিটিভি ফুটেজ থেকে তিনি বিষয়টি স্পষ্ট হয়েছেন। আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তাঁদের পাঁচ কর্মচারী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, টোল নিয়ে মারামারি ঘটনা ঘটেছ। এ ঘটনায় টোল আদায়কারি প্রতিষ্ঠান থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে জানান তিনি।  


বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া রোগীর চাপ, শয্যা সংকট

বরিশালের বাকেরগঞ্জ ব্যাপকহারে বাড়তে শুরু করেছে ডায়রিয়ার প্রকোপ। যার প্রভাব পড়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কর্তৃপক্ষ বলছে, কয়েকদিনের ডায়রিয়া রোগীর সংখ্যা এতটাই বেড়েছে যে হাসপাতালের রোগীর সংখ্যা বাড়তে থাকায় সাধারণ বেডও খালি নেই। ওয়ার্ডের ভেতর জায়গা না পেয়ে রোগীদের বারান্দার মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে।

গত ৪ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে সরেজমিন ঘুরে দেখা গেছে, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জন্য ১ টি মাত্র ওয়ার্ড সেখানে ১০ টি মাত্র বেড রয়েছে। তবে সাধারণ রোগীরদের ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষ আলাদা করে ডায়রিয়া রোগীদের চিকিৎসা দিচ্ছে। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর পরিবারের পক্ষ থেকে জানায়, ছেলেকে নিয়ে দুইদিন হসপিটালে ভর্তি রয়েছেন। ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ,শয্যা সংকটের কারনে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।


রঙ্গশ্রী ইউনিয়নের চর আউলিয়াপুর গ্রামের ডায়রিয়া আক্রান্ত আসম বেগমের পরিবারের পক্ষ থেকে জানায়, দুইদিন হল হাসপাতালে আসছি বেড নাই। তাই ফ্লোরে বসে চিকিৎসা নিচ্ছি। হাসপাতেলের টয়লেট ও ফ্লোর নোংরা। বারান্দায় কোনো ফ্যান নাই তাই গরমে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমাদের রোগী আসমা বেগম এর চিকিৎসা নেয়া হলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়ার প্রস্তুতি চলছে।


অপরদিকে কর্মরত ডাক্তার নুসরাত রুবাইয়া জানান, আসমা বেগম কে আমরা সঠিকভাবে চিকিৎসা দিয়ে আসছি। ডায়রিয়ায় আক্রান্ত পাশাপাশি তার অন্য সমস্যাও রয়েছে তাই তাকে বরিশালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে।


হাসপাতালে ডায়রিয়া রোগী বৃদ্ধি ও শয্যা সংকটের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মোকর্তা ডক্টর শংকর প্রসাদ অধিকারী বলেন, গত ২৪ ঘণ্টায় প্রায় ৩০ জন রোগী ভর্তি হয়েছে। অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ৫ মে সকালেও নতুন ২ জন আবু আল হাওলাদার ও আমেনা ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। তিনি ধারণা করেন ডায়রিয়া আক্রান্ত সংখ্যা কমে আসছে। 

তিনি আরো জানান নদ-নদী খাল-বিলের পানি দূষিত হয়েই হয়তো ডায়রিয়া ছড়াচ্ছে। এমন পরিস্থিতিতে সবাইকে খোলা পানি ব্যবহারের জন্য সতর্কতা অবলম্বনের অনুরোধ রাখেন। তিনি আরো জানান ১৪ টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে বাকেরগঞ্জ উপজেলা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সঙ্কট রয়েছে। যেখানে ওয়ার্ডবয় তিনজন থাকার কথা সেখানে রয়েছে একজন। 

মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রা:) নেই। স্বাস্থ্য পরিদর্শক পাঁচজন থাকার কথা থাকলেও আছে একজন। আল্ট্রাসনোগ্রাম মেশিন নেই, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১৫ জন থাকার কথা আছে ৬ জন। স্বাস্থ্য সহকারি ৭৪ জন থাকার কথা থাকলেও আছে ৫৭ জন সেখানেও সংকট রয়েছে ১৭ জনের। জুনিয়র মেকানিক্যাল, নাইট গার্ড, পরিচ্ছন্ন কর্মী সংকট রয়েছে। অনুমোদন থাকলেও জনবল নেই। তাই উপজেলায় চিকিৎসা ক্ষেত্রে যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হলে জনবল সংকট নিরসন জরুরী হয়ে পড়েছে। বর্তমানে ডাক্তার, স্যালাইন ও ওষুধ সংকট নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন