ঢাকা শনিবার, ১৯ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইঁদুরের গর্ত থেকে শেখ হাসিনার সম্পত্তি বের হচ্ছে: বরিশালে রিজভী বাবুগঞ্জে মাটি কাটার অপরাধে ৩ ইট ভাটাকে জরিমানা  বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ পাড়ায় পাড়ায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলন: নাহিদ ইসলাম কলাপাড়ায় লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ পরিকল্পিতভাবে গাজার সব ভবন ধ্বংস করে দিচ্ছে ইসরায়েল: বিবিসি অবশেষে ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মিশন জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও মানুষের কাছে দৃশ্যমান: প্রধান উপদেষ্টা
  • ২৪ ঘণ্টা পর হাত পা মুখ বাঁধা ব্যবসায়ী উদ্ধার

    ২৪ ঘণ্টা পর হাত পা মুখ বাঁধা ব্যবসায়ী উদ্ধার
    শিবু লাল দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী শহরের ব্যবসায়ী ও ঠিকাদার শিবু লাল দাস এবং তাঁর গাড়িচালক মো. মিরাজকে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উদ্ধার করা হয়েছে। জেলা শহরের কাজীপাড়া এলাকার এসপি ভবনের ভূগর্ভস্থ কক্ষ (আন্ডারগ্রাউন্ড) থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁদের দুজনকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। পরে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের।

    সোমবার রাতে গলাচিপা উপজেলা থেকে সড়কপথে জেলা সদরের বাড়িতে ফেরার পথে কোনো এক জায়গা থেকে শিবু লাল দাস (৫৪) ও তাঁর গাড়িচালককে অপহরণ করা হয়।

    অপহরণকারীরা তাঁদের মুক্তির জন্য ২০ কোটি টাকা দাবি করে বলে জানায় ওই ব্যবসায়ীর পরিবার। শিবু পটুয়াখালী পৌর এলাকার পুরানবাজার আখড়াবাড়ি এলাকার প্রয়াত মনোরঞ্জন দাসের ছেলে। গাড়িচালক মিরাজের বাড়িও পটুয়াখালী শহরে। পটুয়াখালী শহরসহ বিভিন্ন এলাকায় শিবুর ব্যবসা রয়েছে। ঠিকাদারি, সেতুর টোল আদায়, খেয়াঘাট, ফেরিঘাট ইজারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সঙ্গে জড়িত তিনি। গলাচিপায় তাঁর আড়তের ব্যবসা আছে।

    ঘটনার দিন রাতে শিবুর ব্যবহৃত প্রাডো মডেলের গাড়িটি পরিত্যক্ত অবস্থায় বরগুনা জেলার আমতলী উপজেলার আমড়াগাছিয়া রহমানের পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় পাওয়া যায়।   

    শিবুর চাচাতো ভাই দিপক কুমার দাস জানান, সোমবার রাতে গলাচিপা হরিদেবপুর থেকে প্রাডো জিপগাড়িতে পটুয়াখালী শহরের বাড়িতে ফেরার পথে শিবু নিখোঁজ হন। ওই রাতেই শিবুর মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রীর মোবাইলে ফোন দিয়ে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। আমতলী পেট্রল পাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় তাঁর ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। গতকাল রাতে শিবুকে উদ্ধারের পর সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

    কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অপহরণের পর পরিবার বলেছিল, তারা কাউকে সন্দেহ করতে পারছে না।

    পুলিশের সূত্র জানায়, শিবু লাল দাস ও তাঁর গাড়িচালককে উদ্ধারে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বেশ কয়েকটি টিম মাঠে কাজ করে। শেষমেশ গতকাল রাতে তাঁদের উদ্ধার করা সম্ভব হলো। তাঁদের উদ্ধারে পুলিশ, র‌্যাব, সিআইডি, ডিবি, পিবিআই এবং পুলিশের বরিশাল বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে কাজ করেন।

    সোমবার রাতে শিবু লাল দাসের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর স্ত্রী শোভা রানী দাসের মোবাইলে কল করে ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দাবির একটি অডিও রেকর্ডও রয়েছে।

    রাতে উদ্ধার হওয়ার আগেও অপহৃত শিবুর ছেলে কার্তিক দাস বলেন, ‘আমরা পুলিশের সঙ্গে অপারেশনে আছি। ’ তবে অপহরণের ব্যাপারে ওই পরিবারের কোনো সূত্রই নিশ্চিত কিছু বলতে পারছে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ