আমতলীতে জমিজমা বিরোধে নারীসহ আহত ৮


বরগুনার আমতলী সদর ইউনিয়নের শারিকখালী গ্রামে জমিজমা বিরোধকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদকের নির্দেশে ৪ নারীসহ ৮ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
জানাগেছে উপজেলার শারিকখালী গ্রামের হানিফ মৃধা,মনিরুল ইসলাম খলিফা গংদের সাথে উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু তালেব গাজী গংদের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। যুবলীগ নেতা আবু তালেব গাজী আইনকানুন অমান্য করে গায়ের জোরে বিরোধীয় সম্পত্তি ভোগ দখল করতে চায় ।
এ ঘটনায় হানিফ মৃধা, মনির খলিফা একাধিক বার আইন প্রয়োগকারী সংস্থার কাছে লিখিত আবেদন করলেও তালেব গাজী আইন কানুনের কোন তোয়াক্কা না করে গায়ের জোরে ক্ষমতার প্রভাব খাটিয়ে উক্ত জমি ভোগ দখল করতে চায় বলে হানিফ মৃধা, মনির খলিফা গংদের অভিযোগে জানা যায় ।
মঙ্গলবার সকাল ১১ টার সময় হানিফ মৃধা ও মনিরুল ইসলাম গংএর অংশিদার জাহাঙ্গির হাং এর স্ত্রী রিনা বেগম(৩২) বাড়ীর পাশে করলা ক্ষেতে কাজ করতে যায়, এ সময় যুবলীগ নেতা তালেব গাজীর নির্দেশে তার ভাই মাসুদ গাজী ,বাদল গাজী , খোকন গাজী, জব্বার গাজী, ফারুক খলিফা, শহিদুল গাজী,রিপন গাজী, কালাম খলিফা, ছত্তার খলিফা, জসিম গাজীসহ আরো ১০/১২ জন অজ্ঞাত লোক মো. জাহাঙ্গির হাওলাদারের স্ত্রী রিনা বেগম(৩২)কে মারধর করে হাত ভেঙ্গে ফেলে এ খবর পেয়ে তার স্বামী জাহাঙ্গির হাওলাদার এগিয়ে আসলে তাকেও মারধোর করে আহত করে। এরপর হানিফ মৃধার স্ত্রী তাসলিমা বেগম(৫৫) বাড়ীর নিকট কৃষি কাজ করতে থাকা অবস্থায় উল্লেখীত লোকজন তাকেও মারধোর করে এবং তার স্বামী হানিফ মৃধাকে মারধর করে কানকেটে ফেলে।
তাসলিমা বেগমের ও হানিফ মৃধার মারধরের কথা শুনে অন্যান্য ওয়ারিশরা ঘটনা স্থলে এগিয়ে আসলে তালেব গাজী গংদের হামলায় হানিফ মৃধা (৬০) শাহাদাৎ আমিন (২২) মর্জিনা (৫৫)কেও মারধোর করে গুরুতর আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আহতদের মধ্যে রিনা বেগম (৩২) তাছলিমা বেগম(৫৫) হানিফ মৃধা (৫৫)এর অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষনিক ভাবে কর্তব্যরত মেডিকেল অফিসার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী বরিশালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার লুনা বিনতে হক বলেন আহতদের যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা তালেব গাজী মুঠোফোনে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করে বলেন আমার জমির কাগজ পত্র সঠিক মঙ্গলবার সকালে আমার পক্ষের লোকজন জমির কাছে গেলে রিনা বেগম (২৫) ও বাদল গাজীকে মারধোর করেছে হানিফ মৃধা গংরা । রিনা বেগম ও বাদল গাজী আমতলী হাসপাতালে চিকিৎসা ধীন রয়েছে।
মতলী থানার এস আই মিলন বলেন খবর শুনে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আমতলী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে । এখোনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর
