মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার


পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল পৌনে ৭ টার দিকে উপজেলার মহিপুর থানার সদর ইউপির বিপিনপুর এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে তার পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মহাসড়ক দিয়ে ওই পথে যাওয়ার সময় পথচারী তোফাজ্জল নামে একজন লুঙ্গি ও গেঞ্জি পরিহিত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।। পরে পুলিশে খবর দেয়া হয়।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা অনিমেষ হালদার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় সনাক্ত করতে চেষ্টা চালাচ্ছি। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এইচকেআর
