ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • আওয়ামী সরকারের আমলে যেসব কর্মকাণ্ড নির্বাচন ব্যবস্থা কলুষিত করে ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক প্রেমিকের সঙ্গে অভিমান করে নদীতে ঝাঁপ বিএম কলেজ শিক্ষার্থীর জাপা নেতাদের প্রার্থিতা বাতিলের দাবি, জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা ইরানে নিস্তেজ হয়ে পড়ছে বিক্ষোভ, সরকারের পক্ষে বিশাল সমাবেশ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার আগৈলঝাড়ায় সরকারী অফিসের প্রবেশ পথে চেয়ার-টেবিল ও রশি টানিয়ে অফিস করছেন কর্মকর্তা  মঠবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে ৭৫ ফুট দীর্ঘ ব্রিজ নির্মাণ দণ্ডিত ২৫ বাংলাদেশিকে ক্ষমা করলেন আমিরাতের প্রেসিডেন্ট বিক্ষোভে উত্তাল ইরান, নিহত অন্তত ১৯২
  • র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২

    র‍্যাবের গাড়িতে মাইক্রোবাসের ধাক্কা, র‍্যাব সদস্যসহ নিহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরে দাঁড়িয়ে থাকা র‍্যাবের একটি মাইক্রোবাসকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে র‍্যাবের এক সদস্যসহ দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন পাঁচজন। আজ বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজের গেটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত র‍্যাব সদস্যের নাম সার্জেন্ট খাইরুল ইসলাম (৩৮)। অপরজন অটোচালক লিটন (৪০)। তিনি ভবানীপুরের সিংদিগী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আমির আলীর ছেলে বলে জানা গেছে।

    জানা গেছে, র‍্যাব-১ এর একটি দল গাজীপুর ক্যাম্প থেকে মাইক্রোবাসে করে (ঢাকা মেট্রো চ ১১-৭৫১০) একজন মাদকের আসামি নিয়ে শ্রীপুর থানায় যাচ্ছিল। পথিমধ্যে ভবানীপুর তাদের মাইক্রোবাস বিকল হয়ে পড়ে। 

    র‍্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে ঠেলে মাইক্রোবাসটি রাস্তার পাশে নিয়ে যাচ্ছিলেন। এসময় পাশ দিয়ে যাওয়ার সময় র‍্যাবের অনুরোধে মাইক্রোবাস ঠেলতে হাত লাগান অটোচালক লিটন ও অটোমাবাইল মিস্ত্রি রিফাত।

     হঠাৎ করে ময়মনসিংহের দিকে যাওয়া দ্রুতগামী একটি নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫২-০৭১২) র‍্যাবের গাড়িটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি পাশের খাদে পড়ে যায়।  ঘটনাস্থলেই প্রাণ হারান অটোচালক লিটন (৪০)। গুরুতর আহত হন র‍্যাবের ওয়ারেন্ট অফিসার মো. শরীফ, সার্জেন্ট খাইরুল, নায়েক প্রদীপ, সৈনিক আতিক, মাদক আসামি সুজন ও মিস্ত্রি রিফাত। 

    তাদের উদ্ধার করে শ্রীপুরের মাওনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পথে সার্জেন্ট খাইরুলের মৃত্যু হয়। আহত র‍্যাব সদস্যদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাদের ঢাকায় পাঠানো হয়। 

    এবিষয়ে মাওনা হাইওয়ে থানার এসআই মো. হাদিউল বলেন, নোয়া মাইক্রোবাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে অটোচালকের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। সার্জেন্ট খাইরুলের লাশ তাদের হেফাজতে রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ