পবিপ্রবি’তে “তথ্য অধিকার আইন” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে সকল শাখা প্রধানদের “তথ্য অধিকার আইন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার সকাল ১০ টায় আইকিউএসি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ কামরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. শহীদুল ইসলাম।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনগনের সেবা প্রদানের লক্ষে সরকারি, বে-সরকারি অফিস আদালতের তথ্য প্রাপ্তির সুযোগ সৃষ্টি করার জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার বলেন, জবাব দিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করার জন্য তথ্য অধিকার আইন প্রতিষ্ঠা করার বিকল্প নেই। প্রধান অতিথি’র বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, নিজেদেরকে দক্ষ ও কর্মঠ হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সেবা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন বাস্থবায়ন করা অর্থাৎ সুশাসন খুবই জরুরী। প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম।
এমইউআর
