দুমকিতে মানসিক প্রতিবন্ধী নারীর আত্মহত্যা


পটুয়াখালীর দুমকিতে লাকি আক্তার (২৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১ এপ্রিল) উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। নিহত লাকি আক্তার তার বাবার গৃহে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার ও ইউপি সদস্য হুমায়ুন কবির জানান, লাকি দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিল।
তার বাবার নাম হানিফ জোমাদ্দার। লাকি আক্তারকে কয়েক বছর আগে উপজেলার পাঙ্গাসিয়ায় বিয়ে দেওয়া হয়েছিল। তার দুটি সন্তান রয়েছে।
এইচকেআর
