হাজারো মানুষের ভিড়ে জাতীয় খেলা হাডুডু’তে মেতেছে জেলেরা


পটুয়াখালীর কলাপাড়ায় অনেক বছর পর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা হাডুডু’তে মেতেছে জেলেরা। বৃহস্পতিবার বিকেলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা হয়। হাডুডু খেলা দেখতে ভিড় করে আশপাশের উৎসুক হাজারো মানুষ।
খেলায় আলীপুর মৎস্য বন্দর একাদশের বিপক্ষে জয় পায় মহিপুর মৎস্য বন্দর একাদশ। এর আগে, জেলেদের জাটকা আহরণে সচেতন করতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়।
এতে অংশ নেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুমায়ূন কবির, জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আবুল কালাম আজাদ প্রমুখ।
এইচকেআর
