বাউফল পৌরসভা একাদশের জয়
_28-3-22.jpg)

‘সাম্প্রদায়িকতা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক তারুণ্যের’ স্লোগানকে সামনে রেখে আজ সোমবার পটুয়াখালীর বাউফলে আন্তঃজেলা বঙ্গবন্ধু প্রিমিয়ার টি-২০ ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দুপুর দুইটায় উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ফাইনাল খেলায় বাউফল থানা পুলিশ একাদশকে ১১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাউফল পৌরসভা একাদশ। পৌরসভা একাদশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৮ রান। ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাউফল থানা পুলিশ একাদশ ১৭ দশমিক ৫ ওভারে ১০ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে।
চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকার প্রাইজ মানি ও রানারআপ দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানি দেওয়া হয়েছে।
শেখ রাসেল স্মৃতি ক্রীড়া পরিষদ এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
সাড়ে তিনশ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়ার হয়েছেন গলাচিপা পৌরসভা একাদশের সালমান রানা। ফাইনাল খেলায় ৫৪ রান করে সেরা খেলোয়ার হয়েছেন বাউফল পৌরসভা একাদশের মো. বাবু।
খেলায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান ওরফে হাসান মৃধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাসপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনএম জাহাঙ্গীর হোসেন, মদনপুরা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও বাউফল সদর ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম প্রমুখ।
এই টুর্নামেন্টে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলার মোট ১৬ টি দল অংশ গ্রহণ করে।
এসএম
