কলাপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক কারবারি গ্রেফতার


কলাপাড়ার মহিপুরে পুলিশের পৃথক অভিযানে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ২ টি গাঁজা গাছ, মাটি খুঁড়ে ৬শ ৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্বার করা হয়। আটককৃতরা হলো, উপজেলার বিপিনপুর গ্রামের আবুল হাসেমের ছেলে জসিম ওরফে জিএম এবং তার স্ত্রী ফাতেমা বেগম ও একই গ্রামের শুক্কুর আলীর ছেলে লাল মিয়া, জয়নাল পলোয়ানের ছেলে জাহাঙ্গীর পলোয়ান ও তার স্ত্রী খাদিজা বেগম।
মহিপুর থানা সূত্রে জানা যায়, ২৭ মার্চ রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ম থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের এর নির্দেশক্রমে এসআই জহির এর নেতৃত্বে মহিপুর ওয়াপদা কলোনী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক কারবারী জসিম ওরফে জিএম এবং তার স্ত্রী ফাতেমা বেগম ও লাল মিয়াকে গ্রেফতার করে তাদের বসতঘরের ভিতরে মাটি খুঁড়ে ৬শ ৬০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে এসআই মাহাবুব ও এএসআই বাইজিতের নেতৃত্বে মহিপুরের বিপিনপুর গ্রামে অভিান চালিয়ে জাহাঙ্গীর পহলোয়ান ও তার স্ত্রী খাদিজা বেগমকে ২ টি গাঁজা গাছসহ গ্রেফতার করা হয়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো. আবুল খায়ের বলেন, গ্রেফতারকৃত জসিমের বিরুদ্ধে থানায় ৫ টি মাদক মামলা রয়েছে। তিনি আরো বলেন মহিপুর থানা এলাকায় মাদক নির্মুলে কাজ করে যাচ্ছে থানা পুলিশ। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।
এইচকেআর
