ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের সোনার ভরি ২৩৪৬৮০ টাকা, ভাঙলো অতীতের সকল রেকর্ড  ৩০০ আসনেই একটি দল প্রচারণা চালাচ্ছে, এমন হলে একসঙ্গে পথচলা কষ্টকর বরগুনায় চা দোকানের আলাপ থেকে বিএনপি-জামায়াতের সংঘর্ষ পটুয়াখালীতে স্ত্রীর স্বীকৃতি দাবিতে সন্তান নিয়ে ইউপি সদস্যের বাড়িতে ২ নারী পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা আগৈলঝাড়ায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে মারবেল মেলা ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, একদিন আগেও না পরেও না: প্রধান উপদেষ্টা আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামুনুল হককে শোকজ জামায়াতসহ ১১ দলের সংবাদ সম্মেলন স্থগিত
  • রূপকথাকেও হার মানাবে অমিতাভ বচ্চনের ভাতিজি নয়নার প্রেমকাহিনি

    রূপকথাকেও হার মানাবে অমিতাভ বচ্চনের ভাতিজি নয়নার প্রেমকাহিনি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন কুণাল কাপুর এবং নয়না বচ্চন। সাত বছরের দাম্পত্যে শুরু নতুন অধ্যায়। স্বামী-স্ত্রী এখন মা-বাবাও বটে।

    ২০১৫ সালে নয়নার সঙ্গে বিয়ে হয় কুণালের। তাদের দাম্পত্যে যাবতীয় গুঞ্জন-বিতর্ক ব্রাত্য। দু’জনের প্রেম অনায়াসে হার মানাবে বলিউডি রূপকথাকে।

    নয়না হলেন অমিতাভ বচ্চনের ভাই অজিতাভের মেয়ে। তবে চাচাতো ভাই অভিষেকের মতো তিনি অভিনয় ইন্ডাস্ট্রিতে আসেননি। নয়না ছিলেন পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার।
    করন জোহরের ফ্যাশন শোয়ে দেখা হয় তাদের। অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে সেখানে গিয়েছিলেন নয়না।

    কুণাল অন্য একটি শো শেষ করে রওনা হচ্ছিলেন বাড়ির পথে।

    করনের অণুরোধে তার অনুষ্ঠান দেখার জন্য থেকে যান ‘রং দে বাসন্তী’-র অভিনেতা। আলাপ হয় শ্বেতার চাচাতো বোনের সঙ্গে।

    এরপর একই বিমানে মুম্বাই ফিরেছিলেন তারা। কুণালের যদিও অন্য একটি বিমানে আসার কথা ছিল। কিন্তু নয়নার সঙ্গে সময় কাটানোর রাস্তা খুঁজে নিয়েছিলেন নায়ক।

    এভাবেই আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। সম্পর্ক নিয়ে যদিও বিশেষ ঢাকঢোল পেটাননি কখনওই।

    এক সাক্ষাৎকারে নয়না জানিয়েছিলেন, সুদর্শন চেহারার বলিউড নায়ককে প্রথমেই মনে ধরেছিল তার।

    পরবর্তীতে কুণালের ব্যক্তিত্বেও একইভাবে মুগ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চনের চাচাতো বোন।

    ২০১২ সাল থেকে তাদের প্রেম শুরু। ২০১৫ সালে পূর্ব আফ্রিকার সেশেলস দ্বীপে ছিমছামভাবে বিয়ে করেন তারা।

    প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালবাসেন দু’জনেই। পাপারাজ্জিদের ক্যামেরার ঝলকানি থেকে সযত্নে আড়ালে রেখেছেন নিজেদের।

    তবে পরিবারে নতুন সদস্য আসার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারা।

    টুইট করে কুণাল লেখেন, “আমাদের শুভাকাঙ্ক্ষীদের জানাই, আমি আর নয়না পুত্রসন্তানের অভিভাবক হয়েছি। অগাধ আশীর্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।”

    কুণালের ঘনিষ্ঠ বন্ধু হৃতিক রোশন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “হৃতিক মাচুর পক্ষ থেকে।” সঙ্গে একগুচ্ছ হৃদয়ের ইমোজি। 

    শুভেচ্ছা জানিয়েছেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানও। তিনি লিখেছেন, “কুণাল ও নয়না খুব ভাল বাবা-মা হবেন। 

    কমেন্ট করেছেন নয়নার চাচাতো বোন শ্বেতা বচ্চনও। নিজের ব্লগে পরিবারে নতুন সদস‍্য আসার কথা জানিয়েছেন অমিতাভও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ